ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারে

সাক্ষাৎকারে ল্যাভরভ

প্রকাশিত: ২১:২৯, ২ নভেম্বর ২০২৪

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারে

সের্গেই ল্যাভরভ

দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে যে রক্তক্ষয়ী সংঘাত চলছে, তার স্থায়ী সমাধান হতে পারে মাত্র একটি শর্ত বাস্তবায়ন করলে, সেটি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। খবর আরটির।
কয়েকদিন আগে তুরস্কের দৈনিক হুরিয়েতকে সাক্ষাৎকার দিয়েছেন ল্যাভরভ। শনিবার সেই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পত্রিকাটি। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ল্যাভরভ বলেন, কয়েক দশক ধরে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যে। সম্প্রতি আমরা দেখছি যে ওই অঞ্চলে সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে এবং একের পর এক দেশ এমন এক সংঘাতের ঘূর্ণাবর্তে ডুবে যাচ্ছে, যেখান থেকে কেউই জয়ী হয়ে ফিরতে পারবে না। অথচ মাত্র একটি শর্ত পূরণ হলেই সংঘাত-সহিংসতা বন্ধ হয়ে যাবে মধ্যপ্রাচ্যে।

সেটি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্থাপন করা এবং এই কাজটি করতে হবে ১৯৬৭ সালে দুই দেশের যে সীমানা নির্ধারণ করা হয়েছিল, তা যথাসম্ভব অক্ষুণœ রেখে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের ইসরাইলি ভূখ-ে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের শুরু। তারপর ওইদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী, যা এখনো চলছে। এদিকে ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া। মস্কোতে পিয়ংইয়ংয়ের ১০ হাজার সেনা অবস্থানের গুঞ্জনের মধ্যেই এমনটা জানিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।

×