ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ভারতীয় প্রতিষ্ঠানকে আমেরিকার নিষেধাজ্ঞা, যা বলছে ভারত

প্রকাশিত: ২০:৩২, ২ নভেম্বর ২০২৪

ভারতীয় প্রতিষ্ঠানকে আমেরিকার নিষেধাজ্ঞা, যা বলছে ভারত

ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা।

রাশিয়াকে পণ্য সরবরাহকারী ভারতীয় বিভিন্ন সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ নিয়ে মুখ খুলল নয়াদিল্লি। তাদের ভাষ্য, রাশিয়ায় রপ্তানির ক্ষেত্রে ওই ১৯ সংস্থা ভারতের কোনো আইন ভাঙেনি।

আজ শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন।

উল্লেখ্য, গত বুধবার যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের চার শতাধিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের মধ্যে ভারতীয় সংস্থা রয়েছে ১৯টি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব সংস্থা রাশিয়াকে সেসব পণ্য সরবরাহ করছে, যেগুলো যুদ্ধ ও শান্তি উভয় সময়েই কাজে লাগে। অভিযোগ, দ্বৈত ব্যবহারযোগ্য ওই সব পণ্য ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া ব্যবহার করছে।

দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ও সে বিষয়ে জারি করা নিষেধাজ্ঞা ভারতের নজরে এসেছে। তিনি বলেন, সামরিক ক্ষেত্রে বাণিজ্যের প্রসার রোধে ভারতে কঠোর আইন ও নিয়ন্ত্রণ কাঠামো রয়েছে। তা ছাড়া ভারত তিনটি আন্তর্জাতিক সংগঠন ওয়াসেনার অ্যারেঞ্জমেন্ট, অস্ট্রেলিয়া গ্রুপ ও মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমেরও সদস্য, যারা এ ধরনের পণ্য ও পরমাণু প্রসার রোধের তদারকি করে। পরমাণু প্রসার রোধে জাতিসংঘের প্রস্তাব ও নিষেধাজ্ঞার বাস্তবায়নও ভারত কার্যকরভাবে করে আসছে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের অভিযোগ খণ্ডন করে এই মুখপাত্র বলেন, রাশিয়ায় পণ্য সরবরাহের মধ্য দিয়ে ওই সংস্থাগুলো দেশের আইন ভাঙেনি বলেই ভারতের ধারণা। কিন্তু তা সত্ত্বেও সব ধরনের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সংস্থাগুলোকে নতুন বিধির প্রতি মনোযোগী হতে বলা হয়েছে, যাতে কোনো ক্ষেত্রে বিপাকে পড়তে না হয়।

রিয়াদ

×