ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কোচিং সেন্টারের শিক্ষক

প্রকাশিত: ০১:২৬, ১ নভেম্বর ২০২৪

ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কোচিং সেন্টারের শিক্ষক

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বর্ধমানের এক কোচিং সেন্টারের শিক্ষক। শিক্ষকের নাম শুভব্রত দত্ত (৩২)। ছাত্রীটির পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই বর্ধমান শহরের পার্কাস রোডের কোচিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয় শিক্ষককে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। পকসো মামলা হওয়ার কারণে আগামী ৬ নভেম্বর ধৃতকে পকসো আদালতে পেশের নির্দেশ দেয় বর্ধমান আদালত।

ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁর মেয়ের সঙ্গে অভিযুক্ত শিক্ষক মাঝেমধ্যেই দুর্ব্যবহার করে। কয়েকবার ফ্ল্যাটে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। চলতি বছরের মে মাসে ছাত্রীর সঙ্গে প্রথম ঘটনাটি ঘটে। এ বছরের অগস্ট মাসে ছাত্রীর সঙ্গে ফের একই ঘটনা ঘটে। ছাত্রী বুধবার ঘটনার কথা তাঁর পরিবারের লোকজনকে জানায়। 

বুধবার কোচিং সেন্টারে হানা দেন ছাত্রীর পরিবারের লোকজন। অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয় বলেও অভিযোগ। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান মহিলা থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ছাত্রীর পরিবারের অভিযোগে ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। 

রাজু

×