উত্তর গাজার বেইত লাহিয়া এলাকাকে দুর্যোগপূর্ণ বলে ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ফিলিস্তিনি ভূখন্ডে ইসরাইলের বর্বর হামলার মধ্যেই এই ঘোষণা দেয়া হলো। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরাইলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ১৬০ জন ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। খবর আলজাজিরার।
বেইত লাহিয়ার একটি আবাসিক ভবনে ইসরাইলের হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই ঘোষণা এলো। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেইত লাহিয়ায় ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এবং অবরোধ আরোপ হওয়ায় সেখানকার বাসিন্দারা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন। বেইত লাহিয়ায় এখন খাবার, পানি, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, নাগরিক প্রতিরক্ষা, স্যানিটেশন এবং যোগাযোগ পরিষেবাসহ নানা ধরনের সংকট চলছে বলেও জানানো হয়েছে।
ইসরাইলের চালানো ‘ধ্বংস ও হত্যাযজ্ঞের মধ্যে কী বাঁচানো যেতে পারে বাঁচাও’ এমন শিরোনামে একটি জরুরি আবেদন জানিয়েছে শহর কর্তৃপক্ষ। এতে ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধ করতে এবং মানবিক সহায়তা, জ্বালানি সরঞ্জাম প্রবেশের অনুমতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংস্থাগুলোকে চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া অবরোধ তুলে নিয়ে রাস্তা খুলে দেওয়া ও ধ্বংসস্তূপ সরানোর কথাও বলা হয়েছে আবেদনে। এর আগে বুধবার বেইত লাহিয়ার একটি আবাসিক ভবনসহ ইসরাইলের দুটি হামলায় শতাধিক মানুষ নিহত হন।
যাদের বেশিরভাগই নারী ও শিশু। বেইত লাহিয়ার ওই ভবনটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র ছিল। গত বছর অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজায় ইসরাইলের নৃশংস যুদ্ধের সবশেষ হামলা এটি। গাজায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখন্ডে তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে।
ইসরাইলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরাইলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।