ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বিয়ের মঞ্চে বরের সামনে অতিথিকে নববধূর চুমু, তুমুল হইচই

প্রকাশিত: ১৩:১৩, ৩১ অক্টোবর ২০২৪

বিয়ের মঞ্চে বরের সামনে অতিথিকে নববধূর চুমু, তুমুল হইচই

বরের চোখ চেপে ধরে অতিথিকে নববধূর চুমু।

বিয়ের মঞ্চে সদ্যবিবাহিত স্বামীকে পাশে রেখে অন্য পুরুষকে চুম্বন করছেন নববধূ। এই ভিডিও ভাইরাল হতেই ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

ভিডিও তে দেখা গিয়েছে স্বামী সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তরুণী অন্য এক যুবককে চুম্বন করছেন। ভিডিওটি সামাাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। শুরু হয়েছে ভিডিওর বিষয়বস্তু নিয়ে আলোচনা। ‘কিরণসান্ধু৩৮৯৭’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভাইরাল সেই ভিডিওর শুরু হতেই দেখা যায়, বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন সদ্যবিবাহিত এক দম্পতি। হঠাৎ এক যুবক এসে বরের চোখ চেপে ধরে কানে কানে কিছু বলতে শুরু করেন। তার মধ্যেই তিনি পকেট থেকে এক চিরকুট কনের হাতে ধরিয়ে দেন। আর ইশারায় বলেন ফোন করতে। তার পরেই ঘটে যায় আসল ঘটনা। সবুজ জামা পরা ওই যুবককে বরের চোখ থেকে হাত সরিয়ে করমর্দন করে বরবেশী যুবককে জড়িয়ে ধরতে দেখা যায়। ওই অবস্থাতেই তিনি উল্টো দিকে দাঁড়ানো সদ্যবিবাহিতা তরুণীর দিকে এগিয়ে হঠাৎ করেই মুখচুম্বন। 

গোটা ঘটনাটি ঘটে যায় মাত্র ১৪ সেকেন্ডে। এত কাণ্ড ঘটে গেলেও বিন্দুবিসর্গ টের পাননি বর। ভিডিওটিতে ৫৫ হাজারের বেশি লাইক জমা পড়েছে। ভিডিও দেখে প্রচুর মানুষ মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। একজন মজা করে মন্তব্য করেছেন, ‘ভাই সোজা ছক্কা হাঁকিয়ে দিয়েছেন।’ আরেকটি মন্তব্যে লেখা ছিল, ‘নতুন দক্ষতা খুঁজে পাওয়া গিয়েছে।’ তবে অনেকেই গোটা বিষয়টির সমালোচনা করেছেন।

এম হাসান

×