রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নতুন করে কৌশলগত পরমাণু অস্ত্র মহড়া শুরুর ঘোষণা দিয়েছেন। ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া চলবে। শীর্ষ কর্মকর্তারা এসব অস্ত্রের ব্যবহার তাদের কতটা আয়ত্তে আছে তা নতুন করে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন পুতিন। তিনি বলেন, বুধবার আমরা কৌশলগত পরমাণু বাহিনীর আরেকটি মহড়া পরিচালনা করছি। রাশিয়া কোনো অস্ত্র প্রতিযোগিতায় অংশ নেবে না। তবে মস্কো চায় তাদের পরমাণু বাহিনী অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত থাকুক। খবর আরটির।
ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পুতিন বরাবরই নিজ দেশের পরমাণু শক্তি জাহির করে আসছেন। পশ্চিমাদের ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে নিবৃত্ত করতেই পুতিন এই পারমাণবিক তলোয়ার ঘুরাচ্ছেন। গত মে মাসেও কৌশলগত (স্ট্রাটেজিক) পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি হিসেবে প্রথম পর্যায়ের মহড়া শুরু করেছিল রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে এই মহড়া হয়। বুধবার আরেকটি মহড়া শুরুর ঘোষণা দিয়ে পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারকে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার নির্ভরযোগ্য গ্যারান্টর বলে উল্লেখ করেন।
তিনি বলেন- বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, উদীয়মান নতুন নতুন হুমকি ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের জন্য আধুনিক কৌশলগত বাহিনী থাকাটা গুরুত্বপূর্ণ, যে বাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া চূড়ান্ত পদক্ষেপ হিসাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের পক্ষপাতি বলেও জানিয়েছেন পুতিন। রাশিয়া কিছুদিন ধরেই পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে এবং রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার প্রচেষ্টা চালায়, তবে মস্কো কঠোর প্রতিক্রিয়া জানাবে।
এমন পরিস্থিতিতে ন্যাটো জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ার পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনী পাঠিয়েছে। পুতিন মহড়ার ঘোষণা দিয়ে একটি ভিডিওতে বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ন্ত্রণ নিয়ে কর্মকর্তাদের প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা করব এবং এই প্রক্রিয়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। ভিডিওতে পুতিন আরও বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে অত্যন্ত জরুরি পরিস্থিতিতে। তবে অস্ত্রগুলোকে সর্বদা প্রস্তুত রাখা প্রয়োজন। পুতিন বলেন, আমরা সব উপাদানই উন্নত করব।