
লেবাননের উপকূলীয় শহরে হামলা চালায় ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এবং লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর চালানো এসব হামলায় গাজায় ৯৩ ফিলিস্তিনি এবং লেবাননে ৬০ জন নিহত হয়েছেন। এ ছাড়া গাজায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। অন্যদিকে লেবাননে আহত হয়েছেন ৫৮ জন। এদিকে মঙ্গলবার ইসরাইলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলের উত্তরাঞ্চলীয় মালোত শহরে হিজবুল্লাহর এই হামলায় একজন নিহত হয়েছে। খবর আলজাজিরার।
লেবাননে ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত বালবেকে চালানো বর্বর এ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেকের কয়েকটি এলাকায় ইসরাইলি হামলায় ৬০ জন নিহত হয়েছেন। মূলত হামলার পর বেকা উপত্যকার ১২টি এলাকা থেকে প্রাণহানির এই তথ্য পাওয়া গেছে। ইসরাইলের সর্বশেষ এই হামলায় নিহতদের মধ্যে অন্তত দুই শিশুও রয়েছে। হামলায় কমপক্ষে আরও ৫৮ জন আহত হয়েছেন।
এদিকে হামলার পর হতাহতের এই পরিসংখ্যান এখনো প্রাথমিক বলে মনে করা হচ্ছে, কারণ উদ্ধার তৎপরতা এখনো চলছে। ইসরাইলি সামরিক বাহিনীর পৃথক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সকালের দিকে লেবানন থেকে প্রায় ৫০টি রকেট ছোড়া হয়েছে। পশ্চিম গ্যালিলি অঞ্চলের আকাশে এসব রকেটের অবস্থান শনাক্ত করা হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার মাঝেই হিজবুল্লাহর যোদ্ধারা এসব রকেট নিক্ষেপ করেছে। এদিকে গাজায় প্রায় এক বছরে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। সেখানে আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মিসর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধ করে ইসরাইলি পার্লামেন্টে বিতর্কিত একটি বিল পাস হয়েছে। পাস হওয়া বিলে ইউএনআরডব্লিউএকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে ইসরাইলি ভূখ-ে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এর ফলে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইউএনআরডব্লিউএর মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা প্রদান বন্ধ হয়ে যাবে।
অন্যদিকে ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আহত এক ইসরাইলি সেনা মারা গেছেন। সম্প্রতি উত্তর গাজায় তিনি আহত হয়েছিলেন বলে জানা গেছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়, ইসরাইলের ২৫ বছর বয়সী ওই সেনা ৫২তম ব্যাটালিয়নের একজন কমান্ডার ছিলেন। গত ১৯ অক্টোবর গাজা উপত্যকার উত্তরে লড়াইয়ের সময় আহত হয়ে মৃত্যু হয়েছে তার। ইসরাইলি সেনাবাহিনীর তথ্যানুসারে গাজা, লেবানন এবং ইসরাইলে লড়াইয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭৭২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।
এদিকে উত্তর ইসরাইলের মানারা, কাফর জালাদি এবং জারিতের বসতিতে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে লেবানন থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে বলে দাবি ইসরাইলের।