ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

ইসরাইলের বোমা হামলায় লেবাননের তীর শহরে নিহত ৭

প্রকাশিত: ১৯:৫০, ২৮ অক্টোবর ২০২৪

ইসরাইলের বোমা হামলায় লেবাননের তীর শহরে নিহত ৭

ইসরাইলি বাহিনী তীর শহরের কর্নিশ এলাকায় একাধিক ভবনে হামলা চালিয়েছে।

ইসরাইলি বাহিনী তীর শহরের কর্নিশ এলাকায় একাধিক ভবনে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত সাতজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

গাজায় ২৪ দিনের ইসরাইলি সামরিক অভিযানে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

রবিবার গাজার পরিস্থিতিতে অন্তত ৫৩ জন এবং লেবাননে ২১ জন নিহত হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, গাজার উত্তরের পরিস্থিতি “বেদনাদায়ক” এবং মৃত্যু, আঘাত ও ধ্বংসের “ভয়াবহ মাত্রা” প্রকাশ পেয়েছে।

অক্টোবর ৭, ২০২৩ থেকে গাজার সংঘাতে অন্তত ৪৩,০২০ জন নিহত এবং ১,০১১,১০০ জন আহত হয়েছে। হামাসের হামলার পর ইসরাইলে ১,১৩৯ জন নিহত ও ২০০ জনের বেশি অপহৃত হয়েছে।

লেবাননে, গাজার যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ২,৫৭৪ জন, যার মধ্যে ১২৭ শিশু, নিহত এবং ১২,০০১ জন আহত হয়েছে।

তাওফিক

×