ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

রাস্তা পার হলেই জেল-জরিমানা!

প্রকাশিত: ১৬:২৪, ২৮ অক্টোবর ২০২৪

রাস্তা পার হলেই জেল-জরিমানা!

রাস্তা পারাপার নিষিদ্ধ করে আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত। এই আইন অমান্যকারীদের সর্বনিম্ন তিন মাসের জেল ও সর্বনিম্ন ১০ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে।
কঠোর এই আইনকে স্বাগত জানিয়েছেন দেশটির গাড়িচালকরা। মহাসড়কে পথচারীদের পারাপারের ঝুঁকি মাথায় রেখেই গাড়ি চালাতে হচ্ছিল তাদের।

নতুন আইন প্রণয়ন হলে তাদের জন্য সড়ক আরো নিরাপদ হবে বলে মনে করেন তাঁরা।  

দুবাইয়ের স্থানীয় এক গাড়িচালক বলেন, চালকদের এখন খুবই সতর্ক থাকতে হয়, এমনকি মহসড়কেও যেখানে আপনি পথচারী আশা করবেন না। ৮০ কিলোমিটার গতিতে চোখের পলকে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।  

শুক্রবার (২৫ অক্টোবর) প্রশাসন ট্রাফিক নিয়ন্ত্রণের ওপর একটি নতুন ফেডারেল ডিক্রি জারি করে।

আইনটির বাধ্যবাধকতা সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের পাশাপাশি পথচারীদের জন্যও প্রযোজ্য হবে। 

সূত্র : খালিজ টাইমস

তাসমিম

×