ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

গাজায় ১২ জনকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ২৫ অক্টোবর ২০২৪

গাজায় ১২ জনকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী

গাজায় ইসরাইলের হামালা ধ্বংস হওয়া একটি দালান।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, উত্তরে অবরুদ্ধ অবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সাহায্য নিতে অপেক্ষমান ১২ জন ফিলিস্তিনি ইসরাইলি সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে। 


জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, ইসরাইলের উত্তরের গাজায় আক্রমণ “নৃশংসতার পর্যায়ে পৌঁছাতে পারে, যা মানবতাবিরোধী অপরাধের সাথে মিলে যায়”।


অন্যদিকে, হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরতলিতে অন্তত ডজনখানেক ইসরাইলের সৈন্যকে হত্যা ও আহত করেছে, যেখানে তীব্র স্থলযুদ্ধ চলছে।


খান ইউনিসে ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে একটি পরিবারের অন্তত ৩৮ জন সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে ১৪ জন শিশু। লেবাননের দক্ষিণের হাসবাইয়্যা অঞ্চলে সাংবাদিকদের আবাসস্থলে ইসরাইলের লক্ষ্যবস্তু করে চালানো হামলায় লেবাননে যুদ্ধ কাভার করা তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।


উল্লেখ্য, গাজায় ৭ অক্টোবর, ২০২৩ থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪২,৮৪৭ জন নিহত ও ১,০০,৫৪৪ জন আহত হয়েছে। অন্যদিকে হামাসের আক্রমণে ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত এবং ২০০ এরও বেশি মানুষকে বন্দী করা হয়েছে।

তাওফিক

×