ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

ফ্লাইওভারে পানি, গাড়ি বাদ দিয়ে হেঁটে বাড়ি ফিরল মানুষ

প্রকাশিত: ২০:১৭, ২৪ অক্টোবর ২০২৪

ফ্লাইওভারে পানি, গাড়ি বাদ দিয়ে হেঁটে বাড়ি ফিরল মানুষ

টানা বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতায় বিপর্যস্ত ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু। এর সঙ্গে যুক্ত হয়েছে যানজট। এ পরিস্থিতিতে নগরবাসীকে পোহাতে হচ্ছে ব্যাপক ভোগান্তি। অবস্থা এমন যে, সড়কে গাড়ি রেখে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন অনেকে।

 

 

 

বেঙ্গালুরুর সেন্ট্রাল সিল্ক বোর্ড জংশন থেকে ইলেকট্রনিক্স সিটি পর্যন্ত ৯ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পানি জমে যাওয়ায় ওই সড়কে যানবাহন প্রায় বন্ধ হয়ে যায় বুধবার। ফ্লাইওভারেও আটকে থাকে গাড়ি। যাত্রীরা, বিশেষ করে প্রযুক্তিবিদরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন গতকাল।

 

 

ফুয়াদ

×