ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

জাতিসংঘে যে বিষয়ে অভিযোগ জানাল ইরান

প্রকাশিত: ১৫:০০, ২৪ অক্টোবর ২০২৪

জাতিসংঘে যে বিষয়ে অভিযোগ জানাল ইরান

এবার জাতিসংঘে অভিযোগ জানিয়েছে ইরান। সাপ্তাহিক এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি এ তথ্য জানিয়েছেন।

টাইমস অব ইসরায়েল বলছে, পরমাণু স্থাপনায় হামলা হতে পারে এমন শঙ্কায় ভুগছে ইরান। গেল ১ অক্টোবর ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান হামলা চালানোর পর থেকেই এ নিয়ে শঙ্কা তৈরি হয়।

টেলিভিশনে সম্প্রচারিত ওই সংবাদ সম্মেলনে বাঘেয়িকে বলতে শোনা যায়, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি জাতিসংঘের রেজল্যুশন পরিপন্থি। এটা নিন্দনীয়। এ নিয়ে আমরা জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে একটি চিঠি পাঠিয়েছি।

ইরানি হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। কড়া প্রতিশোধ নেওয়ারও হুঙ্কার দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানের কোন টার্গেটে হামলা চালানো হবে, তা জানায়নি তেলআবিব। কিন্তু ইরানের পরমাণু ও তেল স্থাপনা ইসরায়েলের সম্ভাব্য টার্গেট হতে পারে বলে খবর বেরিয়েছে।

তাসমিম

×