ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

রাশিয়া সফরে হামাসের শীর্ষ কর্মকর্তা

প্রকাশিত: ১৬:৫৭, ২৩ অক্টোবর ২০২৪

রাশিয়া সফরে হামাসের শীর্ষ কর্মকর্তা

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক

হঠাৎ মস্কো সফরে গেলেন গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক। কূটনৈতিক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি।
হামাসের পলিটব্যুরো সদস্য আবু মারজুক রুশ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করতে চান বলে জানিয়েছে ওই বার্তা সংস্থা। তবে কর্তৃপক্ষ এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইরান, লেবানন, ফিলিস্তিন কর্তৃপক্ষ, হামাস ও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে।

মস্কো বারবার মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষী করে আসছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তির লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করার আহ্বানও জানিয়েছে।
 

ইসরাত

×