ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

ছবির নতুন অধ্যায় শুরু

প্রকাশিত: ২৩:৩০, ২১ অক্টোবর ২০২৪

ছবির নতুন অধ্যায় শুরু

.

দেশের জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবিবাংলাদেশ বেতারের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কটা নতুন নয়সময়-সুযোগ পেলেই তিনি বেতারের নাটকে অভিনয় করেনএ ছাড়া গত বছর থেকে মাঝে-মধ্যে অনুষ্ঠানের ঘোষক হিসেবেও কাজ করেছেনএবার নতুন অধ্যায়ে অভিনেত্রী

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবেশনিবার প্রথমবার বেতারে সংবাদ পড়লেন ফারজানা ছবিঅন্যদিকে, তার স্বামী তন্ময় সরকার ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেনসব মিলিয়ে আনন্দে ভাসছে অভিনেত্রীর পরিবারনতুন অধ্যায় প্রসঙ্গে ফারজানা ছবির ভাষ্য, অভিনয়শিল্পী হিসেবে অনেক দিন ধরেই বেতারের সঙ্গে আছিনাটকে অভিনয় করি, আবৃত্তি করি, মাঝে-মধ্যে অনুষ্ঠানের ঘোষক হিসেবে কাজ করিএবার সংবাদ পাঠ শুরু করলামবিষয়টি আমার কাছে ভীষণ আনন্দেরকণ্ঠের পারফরমেন্স সব সময় আমি উপভোগ করিছোটবেলা থেকেই উচ্চারণে খুব ভালো ছিলামএটা বেতারে এখন কাজে লাগছেযোগ করে তিনি আরও বলেন, এখন আমাদের নাটক-সিনেমায় প্রমিত ভাষার ব্যবহার একেবারে কমে গেছেকিন্তু বেতারে শুদ্ধ বাংলাকে জোর দেওয়া হয়আমার মনে হয়, বেতার আমার যোগ্যতাকে ত্বরান্বিত করতে সহায়ক হবেএ ছাড়া আমার স্বামী তন্ময় ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ শুরু করেছেনএকসঙ্গে আমাদের আনন্দের মধ্যে সময় কাটছে

অন্যদিকে, নিজের শোবিজ ক্যারিয়ারের জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছবিতিনি বলেন, কাজের মাঝে চোখ ফেরালেই স্টুডিওতে বসা তন্ময়ের প্রশান্ত মুখটা আমাকে দিচ্ছিল প্রশান্তিআমার জীবনের যাত্রাপথকে যারা প্রতি মুহূর্তে উপভোগ্য করে তুলেছেন তাদের সকলের কাছে আমি ঋণী

প্রসঙ্গত, গত জুলাইতে সংবাদ পাঠক হিসেবে বেতারে তালিকাভুক্ত হন ফারজানা ছবিতবে দেশের বাইরে থাকায় কাজে যোগদান করতে পারেননি১৮ অক্টোবর থেকে শুরু হলো তার এই নতুন যাত্রা

×