ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

আইআরজিসির শীর্ষ কর্মকর্তা

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

প্রকাশিত: ২৩:২৩, ২১ অক্টোবর ২০২৪

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

.

ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো যুদ্ধের হুমকি মোকাবিলায় সর্বদা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) এক শীর্ষ কর্মকর্তাআইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি সোমবার জেনারেল আব্বাস নীলফরৌশানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেনখবর মেহের নিউজের

জেনারেল নীলফরৌশানের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাসজেদি বলেন, আমরা তার মৃত্যুতে থেমে থাকব না এবং আমরা সেই প্রিয় শহীদদের রক্তের প্রতিশোধ নেবআমরা দখলদার ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের প্রতিশোধ নেবজেনারেল ঘানিকে নিয়ে শত্রুর মিডিয়ার অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, শত্রুর সাম্প্রতিক প্রচেষ্টা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধইসরাইলি বিমান হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর সঙ্গে ইরানের জেনারেল আব্বাস নীলফোরৌশানও প্রাণ হারানইরান ওই হত্যাকা-ের প্রতিশোধ নিতে গত ১ অক্টোবরে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলজুড়ে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেএরপর থেকেই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সুযোগ খুঁজছে দখলদার ইসরাইল

ইরানে হামলার অনুমতি নিতে দফায় দফায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেও সবুজ সংকেট পায়নি ইসরাইলকারণ ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরাইলকে, তেহরানে হামলার চিন্তা করলে এবার জবাব হবে আরও ভয়ংকরমূলত ওই হুমকির পর থেকেই চুপশে আছে ইসরাইলসে কথাই আরেকবার মনে করিয়ে দিলেন আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদিএদিকে ইসরাইলের সব ধরনের সামরিক লক্ষ্যবস্তুকে শনাক্ত করেছে ইরানইসরাইল যদি ইরানে হামলা চালায়, তাহলে সেসব লক্ষ্যবস্তুকে নিশানা বানাবে তেহরান

×