ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

ইসরাইলে থাড মোতায়েন

প্রকাশিত: ২৩:২১, ২১ অক্টোবর ২০২৪

ইসরাইলে থাড মোতায়েন

.

মার্কিন সামরিক বাহিনী তাদের উন্নত ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা থাড ইসরাইলে মোতায়েন করেছেসোমবার ইউক্রেনে সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, দ্রুতই এটিকে ইসরাইলে পাঠাতে সক্ষম হয়েছে তারাখবর রয়টার্সেরথাড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম মার্কিন সামরিক বাহিনীর স্তরভিত্তিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশএটি ইসরাইলের শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে

অস্টিন বলেন, থাড সিস্টেমটি ইসরাইলে স্থাপন করা হয়েছেতবে এটি কার্যক্রম শুরু করেছে কিনা তা জানাননি তিনিঅস্টিন বলেন, এটি খুব দ্রুত কার্যকর করতে পারিআমরা আমাদের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছিমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রায় ১০০ মার্কিন সেনার সঙ্গে থাড মোতায়েনের উদ্দেশ্য ইসরাইলকে রক্ষা করা

×