ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

ইসরাইলের হার্মাস-৯০০ ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

লেবাননের ২৫ এলাকায় হামলা

প্রকাশিত: ২৩:২০, ২১ অক্টোবর ২০২৪

লেবাননের ২৫ এলাকায় হামলা

.

লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল২৫ এলাকায় হামলার মধ্যে ১৪ এলাকা বৈরুতে অবস্থিততবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কি না তা এখনো জানা যায়নিহামলা চালানোর আগে লেবাননের ২৫ এলাকার বাসিন্দাদের সতর্ক করেছিল ইসরাইলি বাহিনীহামলায় আল কার্দ আল হাসান নামে একটি ব্যাংকের কয়েকটি শাখাকে টার্গেট করা হয়ব্যাংকটি হিজবুল্লাহকে অর্থ সহায়তা দেয় বলে দাবি ইসরাইলেরএদিকে লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরাইলি হার্মাস-৯০০ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হিজবুল্লাহসেইসঙ্গে তাদের হামলার ফলে আরেকটি ড্রোন ইসরাইলে পালিয়ে গেছেখবর আলজাজিরা ও বিবিসির

রয়টার্স জানিয়েছে, লেবাননজুড়ে ওই ব্যাংকটির ৩০টির বেশি শাখা আছেএর মধ্যে ১৫টি আছে বৈরুতের জনবহুল এলাকায়ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, হিজবুল্লাহর আর্থিক ব্যবস্থাপনায় ব্যাংকটি ব্যবহৃত হচ্ছেবিবিসির বৈরুতের স্থানীয় এক সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী বৈরুতের দক্ষিণ দাহিয়েহ এলাকায় আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছেএলাকাটি হিজবুল্লাহ নিয়ন্ত্রিতলেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএর খবরে বলা হয়েছে, পূর্ব বেক্কা ভ্যালিসহ বিভিন্ন জায়গায় ব্যাংক আল কার্দ আল হাসান অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখায় হামলা হয়েছেবৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ব্যাংকটির একটি শাখায় হামলা হয়েছে

এসব হামলার বিষয়ে আগেই সতর্ক করে বিবৃতি দিয়েছিল আইডিএফআইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, হিজবুল্লাহর কার্যক্রমে অর্থদান করে এমন প্রতিষ্ঠানের কাছে যারা রয়েছেন, তাদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে হবেকয়েকটি টার্গেটে হামলা চালানো হবে এবং আরও কিছু জায়গায় হামলা হবেএদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের দিকে ১৭০টির মতো রকেট ছুড়েছেএতে গ্যালিলি ও হাফিয়াসহ আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠেবিষয়টি স্বীকার করে আইডিএফ জানায়, হিজবুল্লাহর কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, তবে কিছু রকেট আঘাত হেনেছেএতে কয়েকটি জায়গায় আগুন ধরে যায়আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়

এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল বৈরুত, দক্ষিণ লেবানন ও পূর্ব বেকা উপত্যকায় বোমাবর্ষণ করেছে২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পাশাপাশি লেবাননেও আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরাইলদখলদার বাহিনীর আগ্রাসনের জবাবে হিজবুল্লাহও গত এক বছর ধরে ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছেহিজবুল্লাহর হামলার জের ধরে উত্তর ইসরাইলের বিভিন্ন শহর থেকে প্রায় এক লাখ বসতি স্থাপনকারী দক্ষিণ দিকে পালিয়ে গেছে

×