ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

সারোগেসির জন্য দম্পতিদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৬, ১৯ অক্টোবর ২০২৪

সারোগেসির জন্য দম্পতিদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করল ইতালি

সারোগেসি

সারোগেসি বা বিকল্প মাতৃত্বের মাধ্যমে সন্তান নিতে দম্পতিদের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি। গত বুধবার ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত আইন পাস হয়। 
বিলের পক্ষে পড়ে ৮৪ ভোট এবং বিপক্ষে পড়ে ৫৮টি। এর আগে পার্লামেন্টের নি¤œকক্ষে গতবছরই বিলটি পাস হয়েছিল। ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী ২০২২ সালে দেশের ক্ষমতা নেওয়ার পর থেকে খুবই রক্ষণশীল সামাজিক কর্মসূচি নিয়েছেন। 
প্রচলিত পারিবারিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছেন তিনি। এতে এলজিবিটি দম্পতিদের বৈধ পন্থায় সন্তান নেওয়া কঠিন হয়ে পড়ছে। ইতালিতে দেশের ভেতরে সারোগেসি পদ্ধতিতে সন্তান নেওয়ায় নিষেধাজ্ঞা আছে ২০০৪ সাল থেকেই। তার ওপর এখন নতুন আইনের আওতায় যুক্তরাষ্ট্র বা কানাডার মতো যেসব দেশে সারোগেসি বৈধ সেখানে গিয়ে কারও এ পদ্ধতিতে সন্তান নেওয়া বেআইনি বলে গণ্য হবে।

×