ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে ৯০ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৬:০৫, ১৬ অক্টোবর ২০২৪

জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে ৯০ জনের প্রাণহানি

জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ।

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় ৯০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে আজ বুধবার জানিয়েছেন, মঙ্গলবার রাতে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে। জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্যাঙ্কারটি উল্টে যায় ও এর জ্বালানি নর্দমায় ছড়িয়ে পড়ে।  এতে করে, স্থানীয়রা জ্বালানি সংগ্রহের জন্য ছুটে যায় এবং তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি আরো জানান, অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

 

এম হাসান

×