গোল করে ইংলিশদের প্রথম এগিয়ে দিয়ে এভাবেই উদযাপনে মাতেন গ্রিলিশ
উয়েফা নেশন্স লিগে আগের ম্যাচে তুলনামূলক খর্ব শক্তির দল গ্রীসের কাছে হেরেছিল ইংল্যান্ড। তবে রবিবার ফিনল্যান্ডকে উড়িয়ে জয়ে ফিরেছে থ্রি-লায়ন্সরা। হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ড এদিন ৩-১ গোলে হারায় স্বাগতিক ফিনল্যান্ডকে।
প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে দাপট দেখায় ইংল্যান্ড। সেই সুযোগে প্রথমার্ধের ১৮ মিনিটেই দলকে এগিয়ে দেন জ্যাক গ্রিলিশ। গোমেজের দুর্দান্ত পাস বক্সে পেয়ে ডান পায়ের নিচু শটে গোল করেন ম্যানচেস্টার সিটির এই ইংলিশ ফরোয়ার্ড।
আর গোল করেই অন্যরকম উদযাপনে মেতে উঠেন গ্রিলিশ। ঠিক যেন শিশু বাচ্ছার মতোই! ডান হাতের বৃদ্ধাঙ্গুল মুখের ভেতর ঢুকিয়ে চুষার অভিনয় করেন গ্রিলিশ। যা তার সদ্য নবজাতক কন্যাকে উৎসর্গ করেই এমনটা করেন ইংলিশ তারকা।
গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কন্যা সন্তানের জন্ম দেন জ্যাক গ্রিলিশের বান্ধবী সাশা অ্যাটউড। তবে গ্রিলিশ তার কন্যা সন্তান মিলা রোজের বিষয়টি প্রকাশ্যে আনেন গত সপ্তাহে। এবার গোর করে ব্যতিক্রমী উদযাপনের মাধ্যমে গোটা দুনিয়াকেই জানিয়ে দিলেন গ্রিলিশ। সন্তান জন্মের এটাই তার প্রথম গোল। মিলা রোজের জন্মের পর থেকে প্রিমিয়ার লিগে দুটি অ্যাসিস্ট থাকলেও কোন গোলের দেখা পাননি তিনি। ইংল্যান্ডের আগের কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে ৩৬ ম্যাচে মাত্র ২টি গোল করেছিলেন গ্রিলিশ। তবে কার্সলির কোচিংয়ে ৩ ম্যাচেই তিনি করলেন ২ গোল। যার দুটিই ছিল প্রতিপক্ষের মাঠে।
গ্রিলিশের গোলে এদিন এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড। তবে ৫৬ মিনিটেই সমতায় ফিরতে পারতো ফিনল্যান্ড। বাঁ দিক থেকে সতীর্থের পাস বক্সের মুখে ফাঁকায় পেয়ে তা উড়িয়ে মারেন ফ্রেডরিক ইয়েনসেন। অন্যদিকে ইংল্যান্ডের রেকর্ড স্কোরার হ্যারি কেইনকে ম্যাচের ৬৯ মিনিটে তুলে নেন কোচ। তার বদলি ওলি ওয়াটকিন্সকে মাঠে নামান কার্সলি। ৭৪ মিনিটে ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজ্যান্ডার-আর্নল্ড। ম্যাচের বয়স যখন ৮৪ মিনিট তখন খুব কাছ থেকে পায়ের টোকায় ইংলিশদের স্কোরলাইন ৩-০ করেন রাইস। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে এক গোল করে কেবলমাত্র ব্যবধানটাই কমান ফিনল্যান্ডের হসকনেন।
এই জয়ে ৪ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। যেখানে সমানসংখ্যক ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রীস। এছাড়া কোন ম্যাচ জিততে না পারা ফিনল্যান্ডের অবস্থান টেবিলের তলানীতে।
মোস্তফা/টুম্পা