ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

টোরেৎস্ক থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৪, ১৩ অক্টোবর ২০২৪

টোরেৎস্ক থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার

ইউক্রেনীয় সেনা প্রত্যাহার

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ডেজারঝিনস্ক (ইউক্রেনীয় নাম টোরেৎস্ক) শহর থেকে তাদের সেনা প্রত্যাহার শুরু করেছে। রবিবার রাশিয়ার সেনাবাহিনীর সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস। এদিকে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করে। খবর আরটির। সূত্রটি জানায়, ডেজারঝিনস্কে (টোরেৎস্ক) শত্রুপক্ষের অবস্থা অত্যন্ত শোচনীয়। তারা আবারও পালাতে বাধ্য হচ্ছে। বর্তমানে শহর থেকে তাদের কিছু ইউনিট আংশিকভাবে প্রত্যাহার করা হচ্ছে।

ইউক্রেনীয় সামরিক বাহিনী ছোট ছোট দলে ভাগ হয়ে সেনা প্রত্যাহারের পরিচিত পদ্ধতি অনুসরণ করছে। মূলত রুশ বাহিনীর আক্রমণে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ডেজারঝিনস্কের পরিস্থিতি ক্রমাগত জটিল হয়ে উঠছে। যার ফলে সেখান থেকে ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটতে বাধ্য করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী পূর্ব ইউক্রেনের মাইখাইলিভকা গ্রামটি দখলে নিয়েছে। 
এই অঞ্চলে তারা পোকরভস্কের গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবের দিকে অগ্রসর হচ্ছে। মাইখাইলিভকা পোকরভস্কের দক্ষিণপূর্বে অবস্থিত। তবে রাশিয়ার এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। এদিকে প্রতিদিনের আপডেটে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, মাইখাইলিভকার কাছাকাছি স্থানসহ পোকরোভস্কে তারা ৩৬টি রুশ হামলা প্রতিহত করেছে। এর আগে শনিবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে চলমান সংঘর্ষে ইউক্রেনীয় সেনাবাহিনী ২৪ ঘণ্টায় ৪ শতাধিক সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের ১৮টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। 

×