তাসলিমা
চলছে দুর্গাপূজা। ব্যস্ততার মধ্যেও সকলে জানাচ্ছেন নবমীর শুভেচ্ছা। এর মধ্যে বাংলাদেশের জনপ্রিয়, নির্বাসিত ও বিতর্কিত কবি ও কথাশিল্পী তসলিমা নাসরিন দুর্গাপূজায় ‘ভোগ’ খাওয়া নিয়ে একটি পোস্ট করেছেন।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তার ভেরিফাইড ফেসবুকে এ পোস্ট করেন তিনি।
পাঠকের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘আজ দুপুরে পুজোর ‘ভোগ’ খেলাম। পান্তা ভাত, মাছের ডিমের বড়া, ইলিশ মাছ ভাজা, ছোলার ডাল, চাটনি, জর্দা ভাত। অবাঙালিরা পুজোর দিনগুলোয় মাছ মাংসের কথা কল্পনাও করতে পারে না।’
দেবব্রত সাহা নামে একজন লিখেছেন- ‘দিদি, ইলিশ মাছের পিসটা আরেকটু বড় হলে ভালো হতো’। দেবব্রত সাহার কমেন্টের উত্তরে লেখিকা তসলিমা নাসরিন হা হা দিয়ে লিখেছেন- ‘হা হা জানি। অন্যদের বড় পিস পড়েছে। আমার ভাগ্যটাই খারাপ।’
সুনন্দা দাস নামে একজন লিখেছেন- ‘অনেক বাঙালিরাও (ঘটি বা এদেশীয়রা) পূজোতে আমিষ খাদ্য খান না...এদেশিয়রা কল্পনাই করতে পারেন না-আমার বিয়ে হয়েছে ঘটি বাড়িতে’
দীপংকর বিশ্বাস লিখেছেন- ‘শুভ নবমীর শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।’
বারাত