ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সস খেয়ে রেকর্ড

প্রকাশিত: ২১:৫৬, ১১ অক্টোবর ২০২৪

সস খেয়ে রেকর্ড

মাইক জ্যাক

কানাডিয়ান নাগরিক মাইক জ্যাক। রেকর্ড বইতে নাম লেখাতে ভালোবাসেন। এর আগে কয়েক দফা অদ্ভুত অভ্যাসের জন্য গিনেজ বুকে তার নাম উঠেছে। তবে এবারের রেকর্ডটি সত্যিই অনন্য সাধারণ।

এবার মাত্র তিন মিনিটে দুই পাউন্ড সাত আউন্স হট সস খেয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন। বাজারে প্রচলিত অন্যান্য সসের চেয়ে এই সস একটু বেশি ঝাল। তবে পাতলা। তাই চামচ দিয়ে মাত্র তিন মিনিটে মাইক জ্যাক এই দুই পাউন্ড সাত আউন্স সস সাবাড় করেন। 


এ সময় উপস্থিত কয়েকশ’লোক হাততালি দিয়ে তাকে সাধুবাদ জানান। উপস্থিত লোকজনের উদ্দেশ্যে মাইক জ্যাক বলেন, রেকর্ড বইয়ে নাম তুলতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। আমারও ঠিক তাই হচ্ছে। তবে আমার হজম ক্ষমতা ভালো। তাই সমস্যা বেশি সময় থাকবে না।-নিউ ইয়র্ক পোস্ট 

ফুয়াদ

×