ভিডিওতে দেখা যাচ্ছে ভদ্রমহিলা বিমানের সিটে আসীন
মদ খেয়ে কোনও কিছু ভুলে যাওয়া বা অসংলগ্ন আচরণ অনেক ব্যক্তিই করে থাকেন। কিন্তু, সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে যা দেখলে আপনি চমকে উঠবেন। মদ খেয়ে ভুল ট্রামে, বাসে, ট্রেনে ওঠা হয়ত কিছুক্ষেত্রে ভুলবশত মেনে নেওয়া যায়।
কিন্তু, মদ্যপ হয়ে ভুল প্লেনের টিকিট কেটে অন্য দেশে চলে যাওয়া! আজ্ঞে হ্যাঁ! ঠিক এমনই ঘটনা ঘটিয়েছেন এক মহিলা। এক মহিলা জর্জিয়া যাওয়ার বদলে ভুল করে ভারতে যাওয়ার বিমানে উঠে পড়েন।
মদ্যপ অবস্থায় থাকার দরুন তিনি ঠাহর করতে পারেননি। যতক্ষণে ঘোর কেটেছে ততক্ষণে বিমান আকাশপথে। সেই অবস্থারই ভিডিও তুলে ধরেছেন তিনি। কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় বসে থাকা সেই মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেই আপলোড করেছেন তিনি। আর সেই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে ভদ্রমহিলা বিমানের সিটে আসীন। প্রথমে খানিক স্বস্তিতে থাকলেও তাঁর ঘোর ভেঙে যায় ক্যাপ্টেনের হিন্দিতে বক্তব্য শুনে। তিনি নিজের ভিডিও আপলোড করে লেখেন। “যখন আপনি জর্জিয়ার ফ্লাইট বুক করেন কিন্তু যে বিমানে ওঠেন তা ভারতের দিকে যাচ্ছে। সেটা বিমান উড়ে যাওয়ার পর বুঝতে পারেন।”
এরপরেই নেটিজেনরা কার্যত মন্তব্যের ঝড় শুরু করেন। এক নেটাগরিক লেখেন, “মদ্যপ অবস্থায় প্লেনে ওঠা যায়?” আরও অনেক নেটিজেন ওই মহিলাকে লেখেন, ভারতে কী কী ঘোরার জায়গা আছে সেই বিষয়ে।
বারাত