ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

জিলাপি পাঠিয়ে রাহুল গান্ধীকে যেভাবে অপমান করলো বিজেপি

প্রকাশিত: ০১:৫৭, ১০ অক্টোবর ২০২৪

জিলাপি পাঠিয়ে রাহুল গান্ধীকে যেভাবে অপমান করলো বিজেপি

হরিয়ানায় টানা তৃতীয়বার সরকার গড়ছে বিজেপি

হরিয়ানায় টানা তৃতীয়বার সরকার গড়ছে বিজেপি। বিধানসভা নির্বাচনে ৯০টি আসনের মধ্যে তারা ৪৮টি আসনে জিতেছে। জয়ের পরে বিজেপি যেমন নিজেরাও খুশিতে মেতেছে, তেমনি কংগ্রেসকে নিয়ে মজাও করা হচ্ছে। জয়ের পর ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য জিলাপি পাঠিয়েছে বিজেপি। কিন্তু তা ক্যাশ অন ডেলিভারিতে। হরিয়ানায় তৃতীয়বারের মতো জয়ের পর বিজেপি রাহুলকে খোঁচা দিতেই এমন কাণ্ড করেছে।

এক কেজি জিলাপি রাহুল গান্ধীর জন্য পাঠিয়েছে গেরুয়া শিবির। আর সেই জিলাপি পাঠানো হয় ২৪, আকবর রোডের বাড়িতে। এটাই রাজধানীতে কংগ্রেসের সদর দফতর। পাঠানো ওই জিলাপির দাম ভ্যাটসহ ৬০৯ রুপি। কিন্তু তা আগাম পরিশোধ করেনি বিজেপি। এ উপহার গ্রহণ করতে হলে রাহুল গান্ধীকে মূল্য পরিশোধ করতে হবে।

অর্ডারের অনলাইন কপির স্ক্রিনশট এক্স হ্যান্ডলের এক স্ট্যাটাসে সংযুক্ত করে হরিয়ানা বিজেপি লিখেছে, ভারতীয় জনতা পার্টি হরিয়ানার সব কার্যকর্তার তরফ থেকে রাহুল গান্ধীর জন্য তার বাড়িতে জিলাপি পাঠানো হয়েছে। মূলত রাহুলকে খোঁচা দিতেই এমন কাণ্ড করেছে বিজেপি। এতে কোনো সৌহার্দ্যের লেশ নেই। অবশ্য এর পেছনে কারণও রয়েছে।

জানা গেছে, হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল জিলাপি ইস্যুকে সামনে আনেন। তিনি ব্যবসায়ীদের কেন্দ্র সরকার বিজেপির বিরুদ্ধে খেপিয়ে তুলে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করেন। রাহুলের অভিযোগ ছিল, বিজেপির সিদ্ধান্তের কারণে এ অঞ্চলের জিলাপি ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়েছে। তিনি হরিয়ানা থেকে সারা ভারতে জিলাপি রপ্তানির পরামর্শ দেন।

তখন সাবেক আইনমন্ত্রী বিজেপি নেতা রবিশংকর প্রসাদ বলেছিলেন, ‘আমিও জিলাপি পছন্দ করি। কিন্তু একজন তো বোঝেই না কীভাবে এসব তৈরি হয় এবং বিক্রি করা হয়।’ 

ভোটের প্রচারের সময় উঠা তর্ক মনে রেখেছে বিজেপি। গত মঙ্গলবার (৮ অক্টোবর) ভোট গণনার শেষের দিকে জয়ের আভাস পাওয়ার পরেই রাহুলের জিলাপি পরামর্শ বিজেপির নেতাকর্মীরা মজার ছলে পোস্ট করতে থাকেন। এরপর বিজয় উদযাপনে সুদূর হরিয়ানা থেকে দিল্লিতে জিলাপি পাঠাল তারা।

বারাত

×