পুতিন ও ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। আসন্ন নির্বাচনে জয়ী হলে এই সম্পর্কের ভিত্তিতে ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন, এমন আত্মবিশ্বাসও রয়েছে ট্রাম্পের। এরমধ্যেই সামনে এলো আরও এক খবর। জানা গেল- ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন পুতিনকে কিছু যন্ত্র গোপনে পাঠিয়েছেন। খবর এনডিটিভির।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সোমবার (০৭ অক্টোবর) বলা হয়, ট্রাম্পের সাবেক সহযোগী বব উডওয়ার্ডের আসন্ন বই ‘ওয়ার’-এ এই সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। বইটিতে উল্লেখ রয়েছে, করোনা মহামারির কঠিন সময়ে ট্রাম্প পুতিনের কাছে করোনা শনাক্তকরণ যন্ত্র পাঠিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পুতিনের কাছে পাঠানো যন্ত্রের বিষয়ে গোপন রাখার জন্য পুতিন তাকে অনুরোধ করেছিলেন।
এছাড়া, প্রেসিডেন্টের পদ হারানোর পরেও ট্রাম্প পুতিনের সঙ্গে যোগাযোগ রাখতে থাকেন; হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার পর ট্রাম্প সম্ভবত সাতবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।
পুতিনের অনুরোধ ছিল, করোনা পরীক্ষার যন্ত্র হস্তান্তরের বিষয়টি যেন গোপন থাকে। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল, তিনি কাউকে পাত্তা দেন না।
উডওয়ার্ডের বইটি আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির বইয়ের দাবিগুলো পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।
ফুয়াদ