ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

টাইম মেশিনে বয়স কমানোর প্রতারণা

প্রকাশিত: ২১:১৯, ৪ অক্টোবর ২০২৪

টাইম মেশিনে বয়স কমানোর প্রতারণা

.

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এক দম্পতিইসরাইলের তৈরি টাইম মেশিনেরমাধ্যমে বয়স কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৩৫ কোটি রুপি। রাজীব কুমার দুবে এবং তার স্ত্রী রশ্মি দুবে কানপুরেরিভাইভাল ওয়ার্ল্ডনামে একটি থেরাপি সেন্টারের মাধ্যমে এই প্রতারণা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ইসরাইল থেকে আনা একটি মেশিন ব্যবহার করে ৬০ বছর বয়সী একজনকে ২৫ বছর বয়সীতে রূপান্তর করার দাবি করেন ওই দম্পতি। তারা তাদের গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তারাঅক্সিজেন থেরাপিরমাধ্যমে বয়স্কদের যৌবন ফিরিয়ে আনতে পারবেন।

ওই দম্পতি গ্রাহকদের এও বলছিলেন, দূষিত বাতাসের কারণে তাদের বয়স দ্রুত বেড়ে যাচ্ছে। অক্সিজেন থেরাপি দিলে কয়েক মাসের মধ্যে তাদের বয়স কমে যাবে। সিনিয়র পুলিশ কর্মকর্তা অঞ্জলি বিশ্বকর্মা বলেন, গ্রাহকদের প্রতারিত করতে তারা অক্সিজেন থেরাপির ১০টি সেশনের জন্য ছয় হাজার রুপি এবং তিন বছরের জন্য ৯০ হাজার রুপির প্যাকেজ অফার দিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতারণার মামলা দায়ের করেছে এবং ওই দম্পতিকে খুঁজছে। ভুক্তভোগীদের অনেকের ধারণা, ওই দম্পতি টাকা-পয়সা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। 

×