ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ বাঁধাতে চাইছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট

প্রকাশিত: ১৪:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪

মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ বাঁধাতে চাইছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল বৃহত্তর যুদ্ধ বাঁধাতে চাইছে।

 সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর এই বিষয়ে মন্তব্য করেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা অন্য যেকোনো দেশের চেয়ে ভালোভাবে জানি যদি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ শুরু হয় তবে তা বিশ্বের কারও জন্যই লাভজনক হবে না।

তিনি আরও বলেন, ইসরায়েলই এই বৃহত্তর সংঘাত সৃষ্টি করতে চায়। ইরান এই অঞ্চলকে অস্থিতিশীল করছে না।

সোমবার লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত হন। আহত হন আরও সাত শতাধিক মানুষ। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় বাড়িঘর, চিকিৎসা কেন্দ্র, অ্যাম্বুলেন্স ও পলায়নরত মানুষের গাড়ি টার্গেট করা হয়েছে। তাদের হামলায় ২১ শিশু, ৩৯ জন নারী ও দুজন চিকিৎসকসহ অন্তত ২৭৪ জন নিহত হয়েছেন।

দক্ষিণ ও পূর্ব লেবাননে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি।

প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা।

তাসমিম

×