ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

যে দেশটির বিরুদ্ধে ট্রাম্পের তথ্য হ্যাক করে বাইডেনকে দেবার অভিযোগ

প্রকাশিত: ১৫:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২৪

যে দেশটির বিরুদ্ধে ট্রাম্পের তথ্য হ্যাক করে বাইডেনকে দেবার অভিযোগ

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন

৫ নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এতে অংশগ্রহণ করতে যাচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এই রিপাবলিকান নেতার নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরি করেছে ইরানের হ্যাকাররা। চুরি করা এসব তথ্য পাচার করা হয়েছে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারকর্মীদের কাছে।

স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিটিতে জানানো হয়, গত জুন মাসের শেষ থেকে জুলাই মাসের প্রথম দিকে ট্রাম্প শিবিরের এসব তথ্য চুরি করে বাইডেনের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল। তবে এসব ইমেইল যারা পেয়েছিলেন তারা হ্যাকারদের উত্তর দিয়েছিলেন কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, এর আগেও ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ করা হয়েছিল। কিন্তু তেহরান সবসময় বিষয়টি অস্বীকার করে আসছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতাকে অবমূল্যায়ন করতে কাজ শুরু করেছে ইরান। এ লক্ষ্যে দেশটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গোপন কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া তেহরানের মদদে ভোটারদের মধ্যে ট্রাম্পবিরোধী মনোভাব গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপও হাতে নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের সম্ভাব্য হুমকি নিয়ে হালনাগাদকৃত এ পর্যালোচনায় এমনটা জানান।

যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টিলিজেন্স তথা ও-ডি-এন-এ এক বিবৃতিতে জানায়, মার্কিন গোয়েন্দারা পর্যবেক্ষণ করে দেখতে পায়- তেহরান মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে। হয়তো ইরান এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না যার কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক আরও উত্তেজিত হয়ে উঠবে।

 

তাসমিম

×