ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বাটারফ্লাই ইমার্জেন্সি ঘোষণা, নেপথ্যে যে কারণ

প্রকাশিত: ১৫:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৪

বাটারফ্লাই ইমার্জেন্সি ঘোষণা, নেপথ্যে যে কারণ

প্রজাপতি

যুক্তরাজ্যে প্রতিবছর প্রজাপতি গণনা করে বন্যপ্রাণি বিষয়ক দাতব্য সংস্থা বাটারফ্লাই কনজারভেশন। ২০২৪ সালেও এই গণনা করেছে তারা। তবে এই বছর তাদের হিসাবে সবচেয়ে কম প্রজাপতি দেখা গেছে। তাই প্রজাপতি রক্ষায় সারাদেশে বাটারফ্লাই ইমার্জেন্সি ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

বাটারফ্লাই কনজারভেশন জানিয়েছে, এই গণনা ১৪ বছর ধরে পরিচালিত হচ্ছে। এ বছর আদ্র আবহাওয়ার কারণে প্রজাপতি কমে গেছে। তবে দীর্ঘমেয়াদে প্রজাপতির সংখ্যা হ্রাসের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। তাই প্রজাপতি ও মৌমাছি রক্ষায় তাদের ক্ষতি করতে পারে এমন কীটনাশক নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাটারফ্লাই কনজারভেশন।

সংস্থাটির বিজ্ঞান বিভাগের প্রধান ড. রিচার্ড ফক্স, জানান, প্রজাপতির সংখ্যা গত ৫০ বছর ধরে কমছে। এখন তারা সবচেয়ে খারাপ সময়ের মধ্যে আছে। তিনি বলেন, প্রজাপতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশক প্রজাতি। তারা বিপদে পড়লে আমরা বুঝতে পারি যে বৃহত্তর পরিবেশও বিপদের মুখে।

২০১৮ সালে নিওনিকোটিনয়েড কীটনাশক যুক্তরাজ্যে নিষিদ্ধ করা হয়েছিল। তবে চিনির ভাইরাস মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে চারবার এই কীটনাশক ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

ব্রিটিশ পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক দপ্তরের এক মুখপাত্র জানান, তাদের সরকার প্রকৃতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। 

খবর বিবিসির।

 

তাসমিম

×