ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

এক হাজার বার কল

প্রকাশিত: ২৩:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২৪

এক হাজার বার কল

সম্পর্কে বিচ্ছেদ স্বাভাবিক ঘটনা

সম্পর্কে বিচ্ছেদ স্বাভাবিক ঘটনা। তবে অনেকের পক্ষে বিচ্ছেদকে স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব হয় না। অদ্ভুত কা-ও করে বসেন অনেকে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর নানা ঘটনা ঘটিয়ে সম্প্রতি এক নারী রীতিমতো খবরের শিরোনাম হয়েছেন।  সোফি কলউইল নামের ওই নারী পেশায় একজন নার্স। তিনি দন্ত্য চিকিৎসক প্রেমিক ডেভিড প্যাগলিয়েরোর সঙ্গে বিচ্ছেদের পর অদ্ভুত সব কা- করেছেন। দিনে এক হাজার বার কল দিয়েছেন। গাড়িতে ট্র্যাকার বসিয়েছেন। এমনকি ডেভিডের বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছেন। বাড়িটির মূল্য সাড়ে ১৩ লাখ পাউন্ড, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা। 
ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে জানা যায়, এমন পরিস্থিতিতে প্রাক্তন ওই প্রেমিক আদালতের দ্বারস্থ হন। ডেভিডের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেমিকা সোফিকে দোষী সাব্যস্ত করেন আদালত। শাস্তি হিসেবে ৫ মাসের কারাদ- দেওয়া হয়। সেইসঙ্গে এক বছরের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয় সোফিকে। এমনকি পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার আদেশও জারি করা হয় এবং ডেভিডের কাছাকাছি না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

×