ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

ফোন নম্বর দিতে রাজি না হওয়ায় ছাত্রীকে শ্লীলতাহানি!

প্রকাশিত: ১৫:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ১৫:২৮, ১১ সেপ্টেম্বর ২০২৪

ফোন নম্বর দিতে রাজি না হওয়ায় ছাত্রীকে শ্লীলতাহানি!

শ্লীলতাহানি

ফোন নম্বর দিতে রাজি না হওয়ায় শ্লীলতাহানির শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার এক কলেজছাত্রী। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে বাঁকুড়ার বেলিয়াতোড়ে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে সরিফুল মন্ডল নামে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বেলিয়াতোড় থানা পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে আত্মীয়ের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন ওই কলেজছাত্রী। এ সময় ৩ যুবক মোটরসাইকেল থামিয়ে ছাত্রীর কাছে মোবাইল ফোনের নম্বর চায়। নম্বর দিতে না চাওয়ায় ওই তিন যুবক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করে। পরে কলেজ ছাত্রীর সঙ্গে থাকা আত্মীয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ আসলে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।


পুলিশ জানায়, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে অপর দু’জনকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়া পুলিশ বাদী হয়ে হেনস্থা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করেছে। অন্য ২ জন এই ঘটনায় যুক্ত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

তাসমিম

×