আটলান্টিক অটো রিপেয়ারসের নতুন শাখার উদ্বোধনে অতিথিরা
পর্তুগালে উবার, বোল্টের মাধ্যমে টিভিডিএ বা রাইট শেয়ারিং পেশায় বাংলাদেশীদের অংশগ্রহণ বাড়ছে। এই সেক্টরে গাড়ি কেনাবেচার সঙ্গে গাড়ি মেরামতের প্রতিষ্ঠানও গড়ে তুলছেন বাংলাদেশীরা। শনিবার রাজধানী লিসবনের অধিবভেলাস এলাকায় আটলান্টিক অটো রিপেয়ারস নামে একটি প্রতিষ্ঠানের নতুন শাখা উদ্বোধন হয়।
সংশ্লিষ্টরা জানান, রাজধানীর লিসবনে বাংলাদেশিসহ কয়েক হাজার এশিয়ান অভিবাসী রাইট শেয়ারিং এর পেশায় যুক্ত রয়েছেন। নতুন গাড়ি কেনা, গাড়ি মেরামত, ইন্সুরেন্স কাভারেজ সহ বিভিন্ন ক্ষেত্রে ভাষা জটিলতার কারনে প্রতিনিয়ত সমস্যায় পরেন তারা। এসব বিষয়ে সব ধরনের সেবা দিতে আটলান্টিক অটো রিপেয়ারস এর মতো প্রতিষ্ঠান তাদের সেবার পরিধি বৃদ্ধি করছে।
আটলান্টিক অটো রিপিয়ারের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে পর্তুগালের কমিউনিটির তরুণ নেতা রনি হোসাইন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুসাইন আলী রাজন, পরিচালক গাজী আরিফ মোস্তফা সহ টিভিডিএ গাড়িচালক এবং কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শাখা উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এবি