ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ডিএমপির নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক 

প্রকাশিত: ১৭:৩১, ১ সেপ্টেম্বর ২০২৪

ডিএমপির নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক 

নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বাংলাদেশ পুলিশ প্রশাসনে আবারও বড় রদবদল। উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদায় ১৯ কর্মকর্তা এবং ডিআইজি পদমর্যাদায় ১৬ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

 

শহিদ

×