ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইলবাহী সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২১:০২, ১২ আগস্ট ২০২৪

মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইলবাহী সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

গাইডেড মিসাইল বহনকারী সাবমেরিন ইউএসএস জর্জিয়া

ইরানের হুমকির পর ইসরাইলের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত যুক্তরাষ্ট্র। এমতাবস্থায় ইহুদিবাদী দেশটিকে রক্ষায় মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল বহণকারী সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ইসরাইলকে ফোন করে এ পদক্ষেপের কথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। খবর এএফপির।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালেন্টকে ফোন করে নিশ্চিত করেন, তেল আবিবকে রক্ষায় গাইডেড মিসাইলবাহী একটি সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলকে রক্ষায় যা করা দরকার, তা সবই করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন ও  ইউএসএস রোসোভেল্টকেও সেন্টাল কমান্ড এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোতে প্রয়োজনীয় সংখ্যক গাইডেড মিসাইল এবং এফ-৩৫সি যুদ্ধবিমান তোলারও নির্দেশ দিয়েছেন অস্টিন। গাইডেড মিসাইল বহনকারী সাবমেরিন ইউএসএস জর্জিয়াকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৩১ জুলাই ইরান সফররত হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হন।

ইরানের ধারণা এ হত্যাকা- ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদই করেছে। কারণ এর আগেও এ ধরনের হত্যাকা- ঘটিয়েছে মোসাদ। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। তার একদিন আগে লেবাননের বৈরুতে হত্যা করা হয় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে। এ সব ঘটনায় ইসরাইলকে কঠিন শিক্ষা দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। ইরান বলেছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেও ইসরাইলে হামলা থেকে পিছু হটবে না তেহরান। আর এ কারণেই বেশি চিন্তিত বাইডেন।

×