ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

প্রেসিডেন্সিয়াল বিতর্ক

১০ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-কমালা

প্রকাশিত: ১২:৪৫, ৯ আগস্ট ২০২৪

১০ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-কমালা

ট্রাম্প-কমালা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী সাবেক দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস আগামী ১০ সেপ্টেম্বর প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হচ্ছেন। এবারের বিতর্কের আয়োজক মার্কিন সংবাদমাধ্যম এবিসি।

ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, তিনি এই বিতর্কে যেতে ইচ্ছুক। পাশাপাশি ৪ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর বিতর্ক অনুষ্ঠানের যে প্রস্তাব দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স এবং এনবিসি, তাকেও সমর্থন করেছেন তিনি।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কমালা জানিয়েছেন, তিনি ১০ সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করছেন।

তবে এই দু’টি সংবাদমাধ্যমের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১০ সেপ্টেম্বরের বিতর্ক দেখার পর পরবর্তী বিতর্কের সূচি নতুন করে তৈরি করবেন তারা।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। শুরুর দিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ২১ জুলাই তিনি প্রার্থিতা প্রত্যাহারের পর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

গত ২৮ জুন প্রথমবারের মতো প্রেসিডেন্সিয়াল বিতর্ক হয়েছিল। সিএনএনের উদ্যোগে অনুষ্ঠিত সেই বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। তবে সেখানে ট্রাম্পের কাছে শোচনীয়ভাবে পরাজিত হতে হয়েছিল জো বাইডেনকে এবং সেই বিতর্কের পর ডেমোক্রেটিক পার্টিতেও বাইডেনের অবস্থা নড়বড়ে হয়ে পড়ে। জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের অন্যতম কারণ এটিও।

আগামী ১০ সেপ্টেম্বরের বিতর্ক ট্রাম্পের কাছে দ্বিতীয় বিতর্ক হলেও এর একটি গুরুত্বপূর্ণ দিক হলো— এবারই প্রথম কমালা হ্যারিসের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প।

সূত্র রয়টার্স

বারাত

×