ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিশ্ব শক্তিগুলোর আগ্রাসনের যুগ শেষ ॥ পেজেশকিয়ান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ৭ আগস্ট ২০২৪

বিশ্ব শক্তিগুলোর আগ্রাসনের যুগ শেষ ॥ পেজেশকিয়ান

তেহরানে মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সের্গেই শোইগুর সাক্ষাৎ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর সর্বগ্রাসী আগ্রাসনের যুগ শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য রাশিয়া ও ইরান যে চেষ্টা চালাচ্ছে তাতে বিশ্ব আগের চেয়ে বেশি শান্তিময় ও নিরাপদ হয়ে উঠবে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বুধবার তেহরানে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর ইরনার।
ইরানের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করতে শোইগু তেহরান সফরে রয়েছেন। সাক্ষাতে পেজেশকিয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ অপরাধযজ্ঞের কথা তুলে ধরেন। তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়ার ইসরাইলি প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং তেল আবিবের প্রতি মানবাধিকারের রক্ষক দাবিদার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থনের তীব্র নিন্দা জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, গাজার নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞ এবং তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকা-ের ঘটনা সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন। তিনি বলেন, ইরান কোনো অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সংকটের মাত্রা বাড়াতে চায় না। তবে ইহুদিবাদী ইসরাইলকে তার অপরাধ ও ধৃষ্টতার জবাব বুঝিয়ে দেওয়া হবে।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে ইরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেয়া হয়- জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে এর আগে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতে সের্গেই শোইগু ইরানকে রাশিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত মিত্র আখ্যা দিয়ে বলেন, সকল ক্ষেত্রে রাশিয়া ও ইরানের সহযোগিতা ক্রমবর্ধমান রয়েছে এবং এ সহযোগিতার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

×