ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে বিতর্কে যাবেন না কমলা হ্যারিস

প্রকাশিত: ১২:১৩, ৪ আগস্ট ২০২৪

ট্রাম্পের সঙ্গে বিতর্কে যাবেন না কমলা হ্যারিস

ছবি: আল-জাজিরা থেকে

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন ডেমোক্রেট দলের ভাইস প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলার হ্যারিসকে বিতর্কের জন্য আহ্বান জানিয়েছে। ৪ সেপ্টেম্বর ফক্স নিউজে এ বিতর্ক প্রতিযোগিতার প্রস্তাব দেন ট্রাম্প। তবে এতে যাচ্ছেন না কমলা হ্যারিস। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যেভাবে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল সেভাবেই কমলার সঙ্গে বিতর্কের আয়োজন করতে চাচ্ছেন ট্রাম্প। যদি ওই বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। শেষ পর্যন্ত বাইডেন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা থেকে সরে দাঁড়ান। 

আগামী ১০ সেপ্টেম্বর এবিসি নিউজে ট্রাম্প ও বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্ক প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প এবিসি নিউজে বিতর্ক প্রতিযোগিতা থেকে সরে এসে ফক্স নিউজে করতে চান। কারণ ট্রাম্পের সমর্থকদের কাছে ফক্স নিউজের জনপ্রিয়তা বেশি। 
  
এদিকে শুক্রবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে বলেন, তিনি বাইডেনের সঙ্গে বিতর্কের দিন ব্যস্ত থাকবেন বলে জানান। ওইদিন তিনি পেনসিলভানিয়া প্রচারণা চালাবেন। 

কমলা হ্যারিসের মুখপাত্র মিসেল টেইলর বলেন, আগামী ১০ সেপ্টেম্বরই ট্রাম্পের সঙ্গে বিতর্কের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। 

শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, কমলা হ্যারিস ভয় পেয়েছেন, এজন্য তিনি ৪ সেপ্টেম্বর বিতর্ক প্রতিযোগিতা করতে চান না। 

সূত্র: রয়টার্স

 এসআর

×