কলকাতা নিউমার্কেট চত্বর। ছবি: সংগৃহীত
বাংলাদেশের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে কলকাতার নিউমার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পর্যটক প্রবেশে ধস নেমেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসা-বাণিজ্যে। অনেকেই বলেছেন, বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় তাদের দোকানভাড়া তোলাও কষ্টকর হয়ে পড়েছে।
স্বাভাবিক পরিস্থিতিতে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার বাংলাদেশি পর্যটক কলকাতায় আসেন। সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত পরিস্থিতিতে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশি পর্যটক প্রবেশ অন্তত ৭০ শতাংশ কমে গেছে। তাতে লালবাত্তি জ্বলেছে কলকাতা নিউমার্কেট এলাকার ব্যবসা-বাণিজ্যে।
কলকাতা নিউমার্কেট চত্বরের হোটেল থেকে শুরু করে ছোট-বড় বেশিরভাগ ব্যবসা বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল।
হোটেল ব্যবসায়ী মনতোষ সাহা বলেন, গোটা নিউমার্কেট চত্বর দেখলেই বোঝা যাবে পরিস্থিতি কী যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এখানকার অবস্থা আরও ভয়ানক হবে।
কলকাতায় বাংলাদেশি পর্যটকদের প্রধান পছন্দের জায়গা নিউমার্কেট চত্বরের সদরস্ট্রিট, মার্কুইজ স্ট্রিট, ফ্রি-স্কুল স্ট্রিট, রফিক আহমেদ স্ট্রিটসহ পার্শ্ববর্তী এলাকাগুলো।
কেউ আসেন চিকিৎসা করাতে, আবার কেউ আসেন বেড়াতে। বাংলাদেশি পর্যটকদের কেনাকাটার জন্যই সারা বছর চাঙ্গা থাকে নিউমার্কেট চত্বরের অর্থনীতি। এসব এলাকার মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরাও মূলত নির্ভর করেন বাংলাদেশি পর্যটকদের ওপর।
কলকাতা নিউমার্কেট চত্বরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে পর্যটক আসা অনেকটাই কমে গেছে। তার ফলে মুদ্রা বিনিময় ব্যবসায় ধস নেমেছে। তারা আশা করছেন, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
বাংলাদেশে যত দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে, কলকাতার ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিও তত কম হবে।
এসআর