ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মালদ্বীপে কোরআন অবমাননা করায় বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত: ২২:৪৯, ৮ জুলাই ২০২৪

মালদ্বীপে কোরআন অবমাননা করায় বাংলাদেশি গ্রেপ্তার

পবিত্র আল কোরআন।

মালদ্বীপের একটি মসজিদে মুসলমানদের ধর্মীয় কিতাব পবিত্র আল কুরআনকে অপমান করার অভিযোগে ৩৬ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মো. মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের বরাতে পুলিশ জানায়, সোমবার (৮ জুলাই) রিমান্ড শুনানির সময় ফৌজদারি আদালত তাকে ১৫ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেন। ফৌজদারি আদালত তাকে রিমান্ডে নিয়েছিল, কারণ তার বিরুদ্ধে সন্দেহের পর্যাপ্ত প্রমাণ রয়েছে এবং এই ট্র্যাজেক্টোরিতে পুলিশের জমা দেওয়া একটি প্রতিবেদনে সন্দেহ হয় যে তিনি কোরআনের একটি অনুলিপি ছিঁড়ে ফেলেছিলেন।

দেশটিতে কোরআনের কপি অপবিত্র করার জন্য এর আগেও একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে কোরআনের কপিতে থুতু ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এম হাসান

×