ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

নেপালে আকস্মিক বন্যা, মৃত্যু ৪৭

প্রকাশিত: ০০:০৪, ৮ জুলাই ২০২৪

নেপালে আকস্মিক বন্যা, মৃত্যু ৪৭

.

নেপালে গত ৩৬ ঘণ্টার ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টিপাতের কারণে মূল সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে গেছে। নেপালের পুলিশ মুখপাত্র ডান বাহাদুর কার্কি জানিয়েছেন, প্রবল বন্যায় অন্তত আটজন নিখোঁজ রয়েছেন।

বেশ কিছু মানুষ বন্যার পানিতে ভেসে গেছে বা ভূমিধসে চাপা পড়েছেন। এ ছাড়া ১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর এএফপির।
তিনি আরও বলেন, উদ্ধার কর্মীরা ভূমিধস পরিষ্কার করার চেষ্টা করছেন। সব রাস্তা দ্রুত খোলার চেষ্টা চলছে। আধুনিক সরঞ্জাম দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে। হিমালয়ের দেশ নেপালে বর্ষা মৌসুম শুরু হয় জুন মাসের মাঝামাঝি। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহাণির ঘটনা ঘটে।

×