ঢাকা, বাংলাদেশ   রোববার ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১

দাবানলে পুড়ছে ক্যালিফোর্র্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ৪ জুলাই ২০২৪

দাবানলে পুড়ছে ক্যালিফোর্র্নিয়া

ক্যালিফোর্নিয়ার ওরোভিলে আগুন জ্বলছে

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তাই বৃহস্পতিবার হাজার হাজার লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রেকর্ড ভাঙা ও বিপজ্জনক তাপপ্রবাহের কারণে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার কাজ জটিল হয়ে পড়েছে। খবর এএফপির।
ওরোভিলের বাইরে বুধবার আগুনের সূত্রপাত হওয়ার পর থেকে ৩,৫০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। রাজ্যের রাজধানী সাক্রামান্টোর কাছের শহর প্যারাডাইজ থেকে ২৩ মাইল দূরে ওরোভিল অবস্থিত। প্যারাডাইজে ২০১৮ সালে ভয়াবহ অগ্নিকা- ঘটে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে যা ছিল সবচেয়ে ভয়াবহ। ওই দাবানলে ৮৫ জন প্রাণ হারিয়েছিল। স্থানীয় এনবিসি অনুমোদিত কেসিআরএর খবরে বলা হয়েছে, ওই এলাকার ২৫ হাজারের বেশি লোককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

×