ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার টক অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:০৬, ১ জুলাই ২০২৪

কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার টক অনুষ্ঠিত

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিল্ডিং এ সম্প্রতি অনুষ্ঠিত ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী ও আকর্ষণীয় এই আয়োজনটিতে ছাত্র, সদ্য পাশ করা গ্র্যাজুয়েট, চাকরি প্রত্যাশী নতুন ইমিগ্রেন্টসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ব বিখ্যাত কোম্পানি অ্যামাজনের সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র ম্যানেজার প্রকৌশলী শাফকাত মাহমুদ, কানাডিয়ান নেচারাল রিসোর্স লিমিটেডের (সিএনআরএল) প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী জয়দীপ স্যানাল, আইবিএম এর সিনিয়র কনসালটেন্ট ও প্রকল্প ব্যবস্থাপক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাকিব হোসেইন। 

বিএসএ আয়োজিত স্কলার্স টক এর অন্যতম স্পন্সর ব্যবসায়ী ইকবাল রহমান বলেন, ‘আমাদের কমিউনিটির সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন ক্ষেত্রে সফল বিশেষজ্ঞদের পরামর্শ, সহযোগিতা ও দিকনির্দেশনার প্রয়োজনীয়তা অপরিসীম। এই লক্ষ্যটিকে সামনে রেখে ছাত্র, সদ্য গ্র্যাজুয়েটদের সঙ্গে বাংলাদেশি সফল বিশেষজ্ঞদের মেলবন্ধন তৈরির মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা এই আয়োজনটির পেছনে অন্যতম প্রেরণা হিসেবে কাজ করেছে।’

ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কৌশিক বলেন, ‘প্রোফাইল তৈরি, ইন্টারভিউ টেকনিকসহ সেমিনারে উপস্থাপিত প্রতিটি বিষয় আমার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে অত্যন্ত সহায়ক হবে বলে বিশ্বাস করি।’

বিশেষজ্ঞ প্যানেলের অন্যতম সদস্য প্রকৌশলী সাকিব হোসেইন বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার দায়িত্ববোধ থেকে এ ধরনের সেমিনার বা ক্যারিয়ার টক আরো বেশি বেশি হওয়া উচিত।’

প্রকৌশলী জয়দীপ স্যানাল কানাডার বিভিন্ন ক্ষেত্রে প্রকৌশলীদের সম্ভাবনার চিত্র তুলে ধরে বাংলাদেশি স্কলারদের আগামী দিনের চাকরির বাজারে নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। 

অ্যামাজনের সিনিয়র ম্যানেজার, সাফকাত মাহমুদ বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে চাকরির বাজারে নিজেকে আকর্ষণীয় করে তুলতে, কি কি করণীয় তার বিশদ বর্ণনা ও কৌশল তুলে ধরেন। বিএসএ সভাপতি পিএইচডি গবেষক আল মারুফ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশি স্কলার্স এসোসিয়েশনের উদ্যোগে ভবিষ্যতে আরও এ ধরনের কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এম হাসান

×