সৌদি আরব।
ফের তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে সৌদি আরবে। বলা হয়েছে, জুনের শেষের দিকে ও আগস্টের শুরুতে তাপমাত্রা ছাড়াতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াস।
কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তন গবেষণা কেন্দ্রের প্রধান আব্দুল আজিজ আল মাজরুই বলেছেন, জুলাই ও আগস্ট মাসে তাপমাত্রা শীর্ষ পর্যায়ে উঠতে পারে।
সৌদির আবহাওয়া বিভাগের মুখপাত্র হুসেন আল কাহতানি বলেছেন, আরও তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে পারে রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ।
এদিকে তীব্র তাপপ্রবাহে চলতি বছর কমপক্ষে এক হাজার ৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। সৌদি আরব জানিয়েছে, এদের মধ্যে বেশির ভাগই অননুমোদিত হজযাত্রী। অনেকেই তীব্র গরমে দীর্ঘ পথ হেঁটে অসুস্থ হয়ে পড়েন। এবারের হজের সময় পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রা সর্বোচ্চ ৫১ ডিগ্রি পর্যন্ত রেকর্ড হয়।
জানা গেছে, যারা মারা গেছেন তাদের তিন-চতুর্থাংশের সেখানে থাকার আনুষ্ঠানিক কোনো অনুমতি ছিল না। সে কারণে তারা হজের পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি। তীব্র গরমে অনেকেই তাঁবুতে আশ্রয় নিতে পারেননি এবং সরাসরি সূর্যের আলোর নিচেই অবস্থান করতে হয়েছে এবং দীর্ঘ সময় হাঁটতে হয়েছে।
সূত্র: গাল্ফ নিউজ
তাসমিম