ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১

দুর্যোগ মোকাবিলায় হিমশিম অনেক দেশ

বিশ্বজুড়ে বন্যার ঝুঁকি বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২৭ জুন ২০২৪

বিশ্বজুড়ে বন্যার ঝুঁকি বেড়েছে

নেপালে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যার পর লোকজন নৌকায় চড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে

ভারি বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। নেপালে গত দুদিনে মারা গেছেন অন্তত ২০ জন। চীনেও প্রায় মাসখানেক ধরে চলা বন্যা থামার কোনো লক্ষণ নেই। এদিকে বন্যা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও। সব মিলিয়ে বাড়ছে প্রাণহানি। বিজ্ঞানীরা বলছেন, শুধু এশিয়া নয়, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বন্যার ঝুঁকি বেড়েছে। বন্যাসহ বিরূপ আবহাওয়াজনিত দুর্যোগ মোকাবিলায় অনেক দেশকে হিমশিম খেতে দেখা যাচ্ছে। খবর এএফপির।
নেপালে গত কয়েকদিন ধরে চলছে ভারি বৃষ্টি ও বন্যা। এতে গেল দুদিনেই দেশটিতে মারা গেছেন অন্তত ২০ জন, যার মধ্যে কেবল ভূমিধসেই ১১ জন। বাকি ৯ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এ ছাড়া বন্যার কারণে সড়কে যানবাহন আটকে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। জেলা প্রশাসক বুদ্ধ বাহাদুর গুরুং বলেছেন, কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে লামজুং জেলায় ভূমিধসে তিনটি বাড়ি ভেসে গেছে, এতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

নেপালের রাজধানী থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মোরাং জেলায় মঙ্গলবার থেকে বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। সেখানের জেলা কর্মকর্তা টেক কুমার রেগমি এ তথ্য নিশ্চিত করেছেন। পশ্চিমে কাস্কি ও পূর্ব নেপালের ওখালধুঙ্গায় ভূমিধসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা মৌসুমে বেশিরভাগ পার্বত্য নেপালে বন্যা ও ভূমিধসে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।
এদিকে চীনে মাসখানেক ধরে বন্যা চলমান। বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পূর্বাঞ্চল ও কেন্দ্রের বহু গ্রামের ফসলি জমি তলিয়ে গেছে। চরম দুর্ভোগে কৃষক। 
চলমান এ বন্যা থামার কোনো লক্ষণ নেই। অন্যদিকে বৃষ্টির পানিতে ভাসছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যও। পানির তোড়ে অঙ্গরাজ্যটির ব্লু আর্থ কাউন্টিতে ভেঙে গেছে বাঁধ। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা; আতঙ্কে বাসিন্দারা। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। এ ছাড়া সুইজারল্যান্ড আর স্পেনও ডুবছে বন্যায়।

×