ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

সৌদিতে জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদ ১৬ জুন

প্রকাশিত: ২২:৪৬, ৬ জুন ২০২৪; আপডেট: ২২:৫৬, ৬ জুন ২০২৪

সৌদিতে জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদ ১৬ জুন

জিলহজের মাসের চাঁদ।

সৌদি আরবের আকাশে ১৪৪৫ হিজরি সনের জিলহজের মাসের চাঁদ দেখা গেছে।  সে হিসেবে সৌদিতে আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আরাফাত দিবসটি ১৫ জুন রবিবার পড়ে, যেখানে সোমবার ১৬ জুন হবে ঈদ আল আজহার প্রথম দিন।’

এদিকে, আগামী ৭ জুন জিলহজের প্রথম দিন, এই বছরের হজযাত্রার মরসুম শুরু হয়েছে। ঈদুল আযহার প্রথম দিনটি জিলহজের ১০তম দিনে পড়ে। আরাফাত দিবসটি জিলহজের নবম দিনে পড়ে, যা ১৫ জুন।

হজ শেষে ১৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পালিত হবে ঈদুল আজহা। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করবেন। অপরদিকে, সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সেই হিসাবে বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন।  

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় সাধারণ নাগরিকদের জিলহজের চাঁদ দেখার আহ্বান জানায় সৌদির সুপ্রিম কোর্ট। এছাড়া জ্যোতির্বিদদের নিয়ে গঠিত চাঁদ দেখা কমিটিও চাঁদ দেখার প্রস্তুতি নেয়।

সূত্র: গলফ নিউজ।

এম হাসান

×