ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফলাফল দেখে মোদী যে মন্তব্য করেন

প্রকাশিত: ১১:৪২, ৫ জুন ২০২৪

ফলাফল দেখে মোদী যে মন্তব্য করেন

নরেন্দ্র মোদী

ভারতে লোকসভা নির্বাচনের এখন পর্যন্ত প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯০ আসনে জয় পেতে যাচ্ছে।

অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩৪ আসনে এগিয়ে রয়েছে। ভারতে সরকার গঠনের জন্য ৫৪৩ আসনের মধ্যে ২৭২ আসনের প্রয়োজন হয়।

এমন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তৃতীয়বারের জন্য এনডিএ জোটের ওপর বিশ্বাস রাখার জন্য।

আরও পড়ুন : ইতিহাস গড়লেন রচনা ব্যানার্জি, হারালেন লকেটকে

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় মোদী বলেন, টানা তৃতীয়বারের মতো মানুষ এনডিএ জোটের ওপর আস্থা রেখেছে। ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক অর্জন বলেও উল্লেখ করেন মোদী।

মোদী সবাইকে আশ্বস্ত করে বলেন, গত এক দশক ধরে আমরা যে ভালো কাজ করছি সেটা অব্যাহত থাকবে।

এদিকে দেশটিতে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। এনডিটিভিকে একটি সূত্র জানিয়েছে, বিজেপির সভাপতি জেপি নাড্ডা বুধবার (৫ জুন) এনডিএ জোটের বৈঠক ডেকেছেন। তাছাড়া মোদী ও অমিত শাহ দুজনই জোটের নেতা নাইডুর সঙ্গে কথা বলেছেন।

তাছাড়া নাড্ডার বাসায় বিজেপির একটি বৈঠক চলছে। সেখানে রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং ও অন্য সিনিয়র নেতারা।

মূলত কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এবারের নির্বাচনে। ফলে জোট নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সূত্র: এনডিটিভি

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×