ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান অবশেষে সাইফার মামলা থেকে খালাস পেয়েছেন। এ ছাড়া একই মামলা থেকে পিটিআই’র ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশীকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। সাইফার মামলায় সাজার বিরুদ্ধে আপিলের সংক্ষিপ্ত রায়ে সাজা বাতিল করে তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
রায়ের সময় ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইমরান খানের বোন এবং শাহ মাহমুদ কুরেশির স্ত্রী ও কন্যারাও আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর বলেন, পাকিস্তান ও পাকিস্তানের ২৫ কোটি মানুষের জন্য আজ একটি খুশির দিন। একটি অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন মামলার অবসান হয়েছে।
সালফার মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশীকে জেলেই থাকতে হবে। কারণ, ইসলামি শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে করা মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করা হয়। অন্যদিকে মাহমুদ কুরেশীকে ৯ মে দাঙ্গার মামলায় দোষী সাব্যস্ত করেন দেশটির আদালত।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ইমরান খান ও কুরেশীকে সাইফার মামলায় ১০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।
শহিদ