ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

পাসপোর্টের দরকার নেই, ফটোকপি থাকলেই করা যাবে ইতালির ভিসা আবেদন

প্রকাশিত: ১৬:২৩, ২৮ মে ২০২৪

পাসপোর্টের দরকার নেই, ফটোকপি থাকলেই করা যাবে ইতালির ভিসা আবেদন

ফটোকপি থাকলেই করা যাবে ইতালির ভিসা আবেদন

ইতালি গমনেচ্ছুদের ভিসা আবেদনের জন্য আসল (অরিজিনাল) পাসপোর্ট জমা দিতে হবে না। তবে ভিসা ইস্যুর জন্য পরবর্তীতে আসল পাসপোর্ট জমা দিতে হবে।

মঙ্গলবার (২৮ মে) ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটে এ তথ্য জানিয়েছে।

ভিএফএস এক ফেসবুকে পোস্টে জানায়, ‘আজ (২৮ মে) থেকে বাংলাদেশে ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন যে, শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে। আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে। দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারো আসল পাসপোর্টের অনুরোধ করা হবে।’

আরও তথ্যের জন্য www.vfsglobal.com/VFS.GLOBA- ওয়েবসাইটে যোগাযোগ করতে বলেছে সংস্থাটি।

এবি

সম্পর্কিত বিষয়:

×