ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চিরনিদ্রায় মালয়েশিয়ায় এমবিএফএর চেয়ারম্যান নিসার কাদের 

প্রকাশিত: ১২:৪৮, ১৬ মে ২০২৪

চিরনিদ্রায় মালয়েশিয়ায় এমবিএফএর চেয়ারম্যান নিসার কাদের 

নিসার কাদের্

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ)’র চেয়ারম্যান নিসার কাদের মারা গেছেন।

বুধবার (১৫ মে) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৬টায় কুয়ালালামপুরে তার বাসভবনে মারা গেছেন তিনি । পাসপোর্ট অনুসারে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মরহুম নিসার কাদের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুন : পিছু হটল ইউক্রেন সেনারা

গত ৪ মাস ধরে তিনি হার্টের সমস্যা এবং নিউমোনিয়ায় ভুগছিলেন। গত সপ্তাহে মালয়েশিয়ার ইনস্টিটিউট জান্টুং নেগারা (আইজেএন) এ ভর্তি ছিলেন। নিসার কাদেরের ইন্তেকালে অ্যাসোসিয়েশনটির সকল সদস্য ও বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও কমিউনিটি নেতারা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় আছরের নামাজ পরে প্রথম জানাজার নামাজ শেষে বৃহস্পতিবার বাংলাদেশে তার লাশ পাঠানো হবে। পরের দিন শুক্রবার উত্তরার বাস ভবনে নামাজে জানাজা শেষে মিরপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 এসআর

সম্পর্কিত বিষয়:

×